রাঙামাটিতে টিসিবির পণ্য মজুদের দায়ে ব্যবসায়ীর ৩০ দিনের জেল

NewsDetails_01

রাঙামাটি পৌরসভা অ‌ফিস এলাকায় টিসিবি পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে এক দোকানিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ র‌বিবার (২৩ জুলাই ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।

NewsDetails_03

জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পৌরসভা সংলগ্ন মোঃ কামাল উদ্দি‌নের ব্যবসা প্রতিষ্ঠান ইফাত স্টোর রুম থেকে ২৬ কে‌জি মশুর ডাল, ২৯ লিটার সয়াবিন তৈল, ১০ কে‌জি চাল এবং ২০টি অবৈধ টিসিবি কার্ড পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় মোঃ কামাল উদ্দিন নামে এক ব্যবসায়ীর কাছে অবৈধভাবে মজুদকৃত টিসিবি পণ্য পাওয়া যায়। আইন অনুসারে তাকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসময় রাঙামা‌টি কোতয়ালী থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ আ‌রিফুল আ‌মিন, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন