রাঙামাটিতে টুম্পা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

purabi burmese market

টুম্পা হত্যার বিচারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন
রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় এক গৃহবধুকে অন্ত:স্বত্বা সন্তানসহ পুড়িয়ে মারার অভিযোগে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বপন, হান্নান মিয়া, শিক্ষক তানিয়া বেগম, নারী নেত্রী খুশি বেগম, নিহত টুম্পার বাবা বাচ্চু মল্লিক, মা মর্জিনা বেগম, বোন স্বপ্না বেগমসহ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, পরকীয়ায় বাধা দেয়ায় জান্নাতুল ফেরদৌস টুম্পাকে তার স্বামী অভি গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। ঘটনার ৫ দিনের মাথায় টুম্পা অন্তসত্বা সন্তানসহ মারা যায়। এ ঘটনায় অভিযুক্ত অভিসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হলেও পুলিশ কাউকে এখনও গ্রেপ্তার করেনি।
উল্লেখ্য,পারিবারিক কলহের জেরে গৃহবধু টুম্পাকে ১৯ মে রাতে কেরোসিন তেল ঢেলে হত্যার চেষ্টার চালায় তার স্বামী। পরে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মে মারা যায়। ঘটনার পর থেকে টুম্পার স্বামী অভি পলাতক রয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।