মানববন্ধনে বক্তারা বলেন, পরকীয়ায় বাধা দেয়ায় জান্নাতুল ফেরদৌস টুম্পাকে তার স্বামী অভি গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। ঘটনার ৫ দিনের মাথায় টুম্পা অন্তসত্বা সন্তানসহ মারা যায়। এ ঘটনায় অভিযুক্ত অভিসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হলেও পুলিশ কাউকে এখনও গ্রেপ্তার করেনি।
উল্লেখ্য,পারিবারিক কলহের জেরে গৃহবধু টুম্পাকে ১৯ মে রাতে কেরোসিন তেল ঢেলে হত্যার চেষ্টার চালায় তার স্বামী। পরে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মে মারা যায়। ঘটনার পর থেকে টুম্পার স্বামী অভি পলাতক রয়েছে।