রাঙামাটিতে ট্রাক্টরের চাপায় হেলপারের মৃত্যু

রাঙামাটি সদরের কুতুকছড়ি আবাসিক এলাকায় ট্রাক্টরের চাপায় হেলপার মো. সোহেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। মো. সোহেল খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চেংড়াছড়ি এলাকার ওয়াহাব আলীর ছেলে।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা থেকে একটি ট্রাক্টর রাঙামাটির কুতুকছড়ি এলাকায় বিদ্যুৎ প্রকল্প কাজে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাঠ ভর্তি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় কুতুকছড়ির আবাসিক এলাকার একটি গভীর খাদে পড়ে গেলে ট্রাক্টরটির ভিতরে থাকা হেলপার সোহেল ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলে মারা যায়। তবে ট্রাক্টরের ড্রাইভার অক্ষত থেকে যায়।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন