রাঙামা‌টিতে ডি‌সি গোল্ডকাপ ফুটব‌লে কাউখালীর শুভ সুচনা

দীর্ঘ ১০ বছর পর রাঙামা‌টিতে আবা‌রো শুরু হ‌য়ে‌ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণা‌মেন্ট। উদ্বোধনী খেলায় জুরাছ‌ড়ি‌কে টাইব্রেকা‌রে হা‌রি‌য়ে কাউখালী উপ‌জেলা শুভ সুচনা ক‌রে‌ছে।

রাঙামা‌টি জেলা প্রশাস‌নের সহ‌যো‌গিতায় ও জেলা ক্রীড়া সংস্থার আ‌য়োজ‌নে আজ র‌বিবার (১২ মার্চ) রাঙামা‌টি মারী স্টে‌ডিয়া‌মে এ টুর্ণা‌মে‌ন্টের উদ্বোধন ক‌রেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

NewsDetails_03

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে পু‌লিশ সুপার মীর আবু তৌ‌হি‌দের সভাপ‌তি‌ত্বে অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক এস এম ফের‌দৌস ইসলাম, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার জা‌হেদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপ‌তি এ্যাড. মামুনুর র‌শিদসহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাস‌নের উর্ধতন কর্মকর্তাগণ উপ‌স্থিত ছি‌লেন।

উদ্বোধনী খেলায় কাউখালী উপ‌জেলা টাইব্রেকা‌রে ৪-৩ গো‌লে জুরাছ‌ড়ি উপ‌জেলা‌কে পরা‌জিত ক‌রে‌ছে। নির্ধা‌রিত সম‌য়ের খেলায় ১-১ গো‌লে ড্র ছিল।

আরও পড়ুন