রাঙামাটিতে তামাক বিরোধী মানববন্ধন

purabi burmese market

ধোঁয়াবিহীন তামাকের কার্যকর বৃদ্ধির না করার প্রতিবাদ ও প্যাকেট-কোটার ওজন ও খুচরা মূল্যের উপর নির্দিষ্ট কর আরোপের দাবিতে মানববন্ধন করেছে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ)। বুধবার রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্তরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এর নির্বাহী পরিচালক নাইপ্রু মার্মার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিলা দেওয়ান, সুগন্ধী চাকমা, উমে চিং মার্মা প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দেশে দরিদ্র জনগোষ্ঠী বিশেষতঃ নারীদের মাঝে এই পণ্য ব্যবহারের প্রবনতা সবচেয়ে বেশি। এই বিশাল জনগোষ্ঠীকে জর্দা-গুল ব্যবহারের স্বাস্থ্যঝুঁঁিক থেকে রক্ষা করার কোনো উদ্যাগ বাজেটে নেই, যা অত্যন্ত হতাশাজনক। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ধোঁয়াবিহীন (গুল, জর্দা) তামাকপণ্যে কর না বাড়ানোর প্রস্তাব চরম জনস্বাস্থ্য বিরোধী, এবং নারী বিরোধী। বক্তারা তামাকের নেতিবাচক প্রভাবের কথা বিবেচনা করে প্রস্তবনাসমূহ বাস্তবায়নের সিগারেটের ক্ষেত্রে মূল্যস্তর ভিত্তিক কর-প্রথা, বিড়ির ক্ষেত্রে ট্যারিফ ভ্যালু প্রথা বাতিল করে কার্যকরভাবে নির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স নির্ধারণ করা। গুল-জর্দার ক্ষেত্রে এক্স-ফ্যাক্টরি প্রথা প্রভৃতি বাতিল করে প্যাকেট/কৌটা ওজন ও সাইজ অনুযাযী কার্যকরভাবে নির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স নির্ধারণ করা। মানববন্ধনে নারী স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে এবারের বাজেটের সংশোধনীতে জর্দা ও গুলের খুচরা মূল্যের ওপর সুনির্দিষ্ট কর আরোপ করার দাবি জানানো হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।