রাঙামাটিতে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন
রাঙামাটি সদরে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষ হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। মেলায় ৩০টি স্টল ছিল। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”।
আজ বুধবার রাঙামাটি সদর উপজেলা প্রশাসন হলরুমে দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা।

প্রধান অতিথির বত্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞানমনষ্ক হয়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য শিশু কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজেদের মেধাকে বিকশিত করতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহমুদ খান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, উপজেলা ব্যানবেইস প্রোগ্রামার মোঃ সালাহ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন। অংশগ্রহণকারী জুনিয়র ও সিনিয়র গ্রুপের মাঝে স্টল, অলিম্পিয়াড ও কুইজের ওপর পুরস্কার প্রদান করা হয়।