রাঙামাটির লংগদু উপজেলায় আজ শনিবার (১৩ জন) দুপুরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম মারফত আলী (১৮) । মারফত উপজেলার বগাচত্তর ইউনিয়নের শফি মিয়ার ছেলে।

লংগদু থানার পুলিশ জানায়, আজ সকাল ১২টার দিকে বগাচত্তর ইউনিয়রেন ফরেস্ট রোডে দুটি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারফত আলী গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একটি মোটর সাইকেল চালাচ্ছিলেন মারফত আলীর চাচা ও আরেকটি সুমন। মারফত আলীর বাবা, চাচা ও আরেক চালক সুমন সামান্য আহত হয়েছে। দুর্ঘটনায় মোটর সাইকেল দুটি দুমড়ে মুচড়ে গেছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ নুর বলেন, মারফতের লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে, স্বজনেরা কেউ এখনো পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ করলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে।