রাঙামাটিতে ১০ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) এই তথ্য জানা যায়। এদের মধ্যে সদর হাসপাতালের ১ জন নার্স, ১ জন আয়া, লংগদু ২, জুরাছড়ি ৬ জন। এই নিয়ে মোট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৪ জন। যা তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বেশি।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার নতুন করে ১০ জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়। তাদের মধ্যে সদর হাসপাতালের ১ জন নার্স, ১ জন আয়া, লংগদু ২, জুরাছড়ি ৬ জন রয়েছে।
প্রসঙ্গত,দেশের তিন পার্বত্য জেলার মধ্যে সর্বশেষ করোনা রোগীর সন্ধান রাঙামাটিতে মেলে এবং অল্পদিনেই তিন জেলার মধ্যে করোনা আক্রান্ত রোগী নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে রাঙামাটি।