রাঙামাটিতে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন পুলিশ সদস্য

purabi burmese market

পারিবারিক অশান্তির জের ধরে রাঙামাটি নিউ পুলিশ লাইনে একজন পুলিশ সদস্য নিজ রাইফেল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। নিহতের নাম কাইয়ুম সরকার (৩৪)। নিহত কাইয়ুমের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলের শিফটে ডিউটিতে যাওয়ার জন্য তৈরী হয়ে অস্ত্রাগার থেকে অস্ত্র গ্রহণ করার পর ব্যারাকের সামনের রাস্তায় নিজ অস্ত্র থেকে মাথায় গুলি করে, এসময় তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

এই ব্যাপারে রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন জানিয়েছেন, আমাদের একজন সদস্য আত্মহত্যা করেছেন। যতটুকু জানতে পেরেছি দীর্ঘদিন যাবৎ তিনি পারিবারিক সমস্যায় ভুগছিলেন। তাঁর স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা আছে বলে জানতে পেরেছি, তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিস্তারিত আরো পরে জানতে পারবো।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।