রাঙামা‌টিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইফার আলোচনা সভা

NewsDetails_01

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামা‌টিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামা‌টি জেলা শাখার উদ্যো‌গে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

NewsDetails_03

আলোচনা সভায় প্রধান অ‌তি‌থি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরীর সভাপ‌তি‌ত্বে অন্য‌দের ম‌ধ্যে জেলা ইমাম স‌মি‌তির সভাপ‌তি কারী মোঃ ওসমান গ‌ণি, রাঙামা‌টি সি‌নিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দীন সহ শিক্ষক, ইমাম, আলেম ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সুমহান জীবন ও আদর্শের প্রতি আলোকপাত করে বক্তারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ইসলা‌মিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুন