রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদের অর্থ বিতরণ

NewsDetails_01

রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদের অর্থ বিতরণ
রাঙামাটির তবলছড়ির ওয়াপদা কলোনী সংলগ্ন বিএডিসি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে পুরে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নগদ অর্থ বিতরণ করেছে। আজ শুক্রবার বিকেলে শহরের তবলছড়িস্থ রাঙামাটি ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে ক্ষতিগ্রস্থ ২৭টি পরিবারের মধ্যে ১৩টি বাড়ীর মালিকদের নগদ ৬হাজার ২শত ও ১৪টি ভাড়াটিয়া পরিবারদের মাঝে নগদ ৩হাজার টাকা করে নগদ অর্থ বিতরন করা হয়।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য মনোয়ারা আক্তার জাহান, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ শামছুল আলম, জেলা শ্রমিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামীগের সাধারন সম্পাদক মোঃ আইয়ুব খান’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অর্থ বিতরণকালে বক্তরা বলেন, প্রত্যেকের উচিত প্রতিটি অসহায় মানুষের সাহায্যার্থে যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে আসা। সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবান লোকরা অসহায় মানুষের পাশে থাকলে বর্তমান সমাজে অনেক কিছুর পরিবর্তন আসবে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা ও সমবেদনা জানিয়ে বক্তরা বলেন, চোর কিংবা ডাকাতরা চুরি করলে অন্ততঃ ঘরটি থাকে কিন্তু এক জনের ঘরে আগুন লাগলে প্রতিবেশীর ঘরও রেহাই পাইনা সর্বশ্ব হারিয়ে সে পরিবার নিঃস্ব হয়ে যায়। তাই রান্না বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আমাদের সবসময় সচেতন থাকাতে হবে।
উল্লেখ, গত ১৯ ফেব্রুয়ারি সোমবার রাতে রাঙামাটি শহরের তবলছড়ি বিএডিসি কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী সম্পূর্ণ ভষ্মিভূত হয়।

আরও পড়ুন