রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের বৈঠক শুরু হয়েছে

NewsDetails_01

রাঙামাটি সার্কিট হাউজে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন এর বৈঠক
রাঙামাটি সার্কিট হাউজে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন এর বৈঠক
রাঙামাটিতে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন এর বৈঠক সকাল সাড়ে ১০টায় রাঙামাটি সার্কিট হাউজে শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারউল হক। গত ১ আগস্ট পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের পর এটি কমিশনের প্রথম বৈঠক। এ বৈঠক প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু),তিন পার্বত্য জেলার সার্কেল চিফ,সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার,পার্বত্য সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা,জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।
প্রসঙ্গত,এই বৈঠকের প্রতিবাদে গত বুধবার পার্বত্য গণ পরিষদের রাঙামাটিস্থ অস্থায়ী কার্যালয়ে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৪ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। আজ হরতালকে কেন্দ্র করে বৈঠকস্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন