রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু

purabi burmese market

রাঙামাটিতে পাহাড় ধস
টানা বৃষ্টিতে রাঙামাটিতে পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাঙামাটি শহরের পুলিশ লাইন ও কাপ্তাই উপজেলার কার্গো এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি শহরের পুলিশ লাইন এলাকায় একটি বসতঘরে উপর পাহাড় ধসে পড়লে নাইমা সুলতানা (৭) নামের এক শিুশু মাটি চাপা পড়ে মারা যায়। নিহত শিশুটি ওই এলাকার দিন মজুর শাহজাহানের মেয়ে।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন জানান, কাপ্তাই উপজেলার কার্গো এলাকায় সকাল ১০টার দিকে পাহাড়ের ঢালুতে অবস্থিত একটি বসতঘরে মাটি ধসে পড়লে মাটি চাপা পড়ে মোঃ সেলিমের ৫ বছরের শিশু সন্তান মোঃ বাবু গুরুতর আহত হয়ে। তাকে উদ্ধার করে চন্দঘোনা মিশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গত রবিবার রাত থেকে রাঙামাটিতে টানাবৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।