রাঙামাটিতে পাহাড় ধসে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে

NewsDetails_01

রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয় একের পর এক লাশ
রাঙামাটি পার্বত্য জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮জনে। সোমবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার সাতদিনেও তিনজনের খোঁজ না মেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের দেয়া তথ্য অনুসারে তারা এতদিন নিখোঁজ ছিলেন। তাদের প্রত্যয়নের ভিত্তিতে সন্ধান না মেলায় তিনজনকে মৃত হিসেবে তালিকায় সংযুক্ত করা হয়েছে।
সে হিসেবে পাহাড়ধসের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১১৮ বলে জানান তিনি। নিহতের নতুন তালিকায় আসা তিনজনের নাম হল, পৌর সদরের রূপনগর এলাকার সালাউদ্দিন (৩০), তার স্ত্রী রাইমা বেগম (২৫) এবং মোহাম্মদ দরবেশ আলী (৩২)। রোববার পাহাড় ধসে রাঙামাটিতে নিহতের সংখ্যা ছিল ১১৫ জন।

আরও পড়ুন