আহত পুলিশ কর্মকর্তারা হলেন এসআই সোহেল, কনস্টেবল ইসমাইল হোসেন, তপো রায়, সাব্বির, জাকারিয়া, সজিব এবং রাশেদ। গুরুতর আহত তিন কনস্টেবলকে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকী চার জনকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: শওকত আকবর জানান, আহতদের চিকিৎসা চলছে। বর্তমানে আহত পুলিশরা শঙ্কামুক্ত রয়েছে বলে তিনি জানান।
টাস্কফোর্সের চেয়ারম্যান জ্যোতিন্দ্র লাল ত্রিপুরা এসময় আহত পুলিশদের দেখতে হাসপাতালে ছুটে যান। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শহিদুল্লাহ জানান, ভিআইপিদের নিরাপত্তার দায়িত্বকালে গাড়ি উল্টে পুলিশ সদস্যরা আহত হয়েছে।