রাঙামাটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাঙামাটিতে পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ)-এ এই বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।
এসময় পুলিশ সুপার বলেন, আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমাদেরকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। আমাদের প্রতিটি কাজে মানবিক হতে হবে। আমরা রাঙ্গামাটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তথা রাঙ্গামাটি জেলা পুলিশের উন্নয়নে একসাথে কাজ করবো। এছাড়াও পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশের সকল স্তরের কর্মকর্তাদের নানাবিধ দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।