রাঙামাটিতে পুলিশ ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

রাঙ্গামাটিতে পুলিশ ভ্যানের ধাক্কায় বুদ্ধ বিজয় চাকমা নামের (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ লাইন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের পুলিশ লাইন সড়কের টেনিস কোট এলাকা থেকে দ্রুত গতিতে আসা পুলিশের ভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে পুলিশ নিহতের লাশ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি বলেন,সকালে পুলিশ ভ্যানের ধাক্কায় এক মোটর মাইকেল আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন