রাঙামাটিতে পৌঁছেছে করোনার ১২ হাজার ভ্যাক‌সিন

১২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে রাঙামা‌টিতে। আজ র‌বিবার (৩১ জানুয়ারি) দুপুরে ভ্যাকসিন বুঝে নেন সি‌ভিল সার্জন ডা.বিপাশ খীসা। এসময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

NewsDetails_03

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এসব টিকা সংরক্ষণের জন্য জেলা ও উপজেলায় পর্যাপ্ত ফ্রিজ প্রস্তুত আছে। প্রথম চালানে র‌বিবার ১টি কার্টন পাওয়া গেছে। প্রতিটি কার্টনে ১ হাজার ২০০ ভায়েল (শিশি) টিকা রয়েছে। প্রতি ভায়েলে রয়েছে ১০টি ডোজ। প্রতিটি কার্টনে ১২ হাজার ডোজ টিকা আছে। প্রথম চালানে যে টিকা পাওয়া গেছে তাতে ১২ হাজার মানুষকে দেওয়া যাবে।

সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, এ জেলায় ১৫ ক্যাটাগরির মানুষ অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। স্বাস্থ্যকর্মী, আইনৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। কবে থেকে দেয়া হবে তা উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে জানা যাবে।

আরও পড়ুন