রাঙামাটিতে প্র‌তিব‌ন্ধি শিশু ধর্ষন চেষ্টার অ‌ভিযোগে যুবক আটক

purabi burmese market

রাঙামাটিতে ১৩ বছর বয়সী এক প্র‌তি‌বন্ধি শিশুকে ধর্ষন চেষ্টাকালে মোঃ ফিরোজ (২৭) নামের এক যুবকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজ র‌বিবার (১৫ মে) সকাল নয়টার দিকে তবলছ‌ড়ির ওয়াপদা ক‌লোনী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মোঃ ফি‌রোজ তবলছ‌ড়ি বিএ‌ডি‌সি ক‌লোনীর রেজাউল ক‌রিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, র‌বিবার সকাল ৯টার দি‌কে শিশু‌টি‌কে একা পে‌য়ে রাস্তার পা‌শে পার্ক ক‌রে রাখা সিএন‌জির ভেতরে নিয়ে যায়। এসময় তা‌কে জোর করে ধর্ষন চেষ্টা চালায়। এসময় এলাকার ক‌য়েকজন বা‌সিন্দা বিষ‌য়টি টের পেয়ে অাপ‌ত্তিজনক অবস্থায় ফিরোজকে ধরে ফেলে এবং পু‌লিশ‌কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ফি‌রোজকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে আসে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ক‌বির হো‌সেন বলেন, তবল‌ছড়ি ওয়াপদা ক‌লোনী‌তে একটি শিশুকে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটেছে। ধর্ষক ফি‌রোজকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ‌শিশু‌টির মা বাদী হ‌য়ে থানায় মামলা দায়ের ক‌রে‌ছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।