রাঙামাটিতে প্রমিলা ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসুচির আওতায় প্রমিলা ফুটবল প্রতিযোগিতা রাঙামাটিতে শেষ হয়েছে। আজ রবিবার দুপুরে রাঙামাটি সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে রাঙামাটি ডিস্ট্রিক ফুটবল একাডেমী ১-০ গোলে বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন বিজয়ী এবং বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

NewsDetails_03

অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে সাবেক খেলোয়াড় ওয়াশিংটন চাকমা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান, ক্রীড়া সংগঠক প্রিয় চাকমা ও লিটন মল্লিক উপস্থিত ছিলেন।

রাঙামাটি ক্রীড়া অফিসের আয়োজনে ও রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দিনব্যাপী এ প্রতিযোগিতায় সদর উপজেলার ৪টি প্রমিলা দল অংশ নেয়।

আরও পড়ুন