রাঙামাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক, অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা, অনূর্ধ্ব-১৭) ২০২২ এর জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে রাঙামাটি জেলা মারী স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও জেলার ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধনী খেলায় কাপ্তাই উপজেলার বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করে জুরাছড়ি উপজেলা বালিকা দল শুভ সুচনা করেছে। টুর্ণামেন্টে জেলার দশ উপজেলা ও এক পৌরসভার বালক ও বালিকা বিভাগে ২২টি দল অংশ নিচ্ছে।