রাঙামা‌টিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার শিরোপা জিতেছে কাউখালী উপজেলা

NewsDetails_01

রাঙামা‌টিতে বঙ্গবন্ধু ‌শেখ মু‌জিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌ন্নেসা মু‌জিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবল টুর্ণা‌মেন্টের শিরোপা জিতেছে কাউখালী উপজেলা।

আজ বৃহস্প‌তিবার বিকালে রাঙামা‌টি মারী স্টে‌ডিয়ামে অনু‌ষ্ঠিত বালকের ফাইনালে কাউখালী, রাঙামা‌টি পৌরসভাকে টাইব্রেকারে ৪-২ গোলে ও বা‌লিকার ফাইনালে ‌বিলাইছ‌ড়ি উপজেলাকে ৪-০ গোলে পরা‌জিত করে চ্যা‌ম্পিয়নের স্বাদ নেয়।

NewsDetails_03

বালকে সেরা গোলদাতা পৌরসভার রিকন শীল, সেরা খে‌লোয়াড় কাউখালীর ক্যাজা মারমা এবং বা‌লিকাতে সেরা খেলোয়াড় কাউখালীর উবা‌চিং মারমা, সেরা গোলদাতা যৌথভাবে একই দলের মে‌ন্টি চাকমা ও চানু‌চিং মারমা নির্বা‌চিত হন।

‌খেলা শে‌ষে অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোঃ মামুন প্রধান অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত থে‌কে বিজয়ী এবং বিজীতদের মাঝে পুরস্কার তু‌লে দেন।

এসময় অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ডিএস‌বি) মোঃ মারুফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শ‌ফিউল আজম, কোতয়ালী থানার অ‌ফিসার্জ ইনচার্জ মোঃ ক‌বির, জেলা ক্রীড়া অ‌ফিসার (ভারপ্রাপ্ত) আফাজ উ‌দ্দিন, রোভার স্কাউট ক‌মিশনার অাফছার উ‌দ্দিন প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন