রাঙামাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বঙ্গবন্ধুতে লংগদু, বঙ্গমাতাতে সদর চ্যাম্পিয়ন
রাঙামাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। আজ রবিবার রাঙামাটি মারী স্টেডিয়ামে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লংগদু মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। তারা টাইব্রেকারে রাজস্থলী আমছড়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে।
অন্যদিকে বালিকা ইভেন্টে রাজস্থলী বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে রাঙামাটি সদরের হাজাছড়ি মার্মা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
বঙ্গমাতাতে সেরা খেলোয়াড় হয়েছেন, হাজাছড়ি মার্মা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মা ব্রোয়াচিং মার্মা, সেরা গোলদাতা হয়েছেন একই বিদ্যালয়ের সাইমা মার্মা। বঙ্গবন্ধুতে সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ কামরুল ও সেরা গোলদাতা হয়েছেন একই বিদ্যালয়ের মোঃ ফাহিম আলম।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। যার ফলে ক্রিকেট ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। এই টুর্নামেন্ট তৃনমুল পর্যায়ে সর্বত্র ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপথগামী না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।