রাঙামাটিতে বজ্রপাতে ইউপি সচিবের মৃত্যু
রাঙামাটিতে বজ্রপাতে জয় চাকমা (৩৩) নামে এক ইউপি সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জয় চাকমা নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের নানাক্রুম এলাকার বাসিন্দা সত্য লাল চাকমার ছেলে। তিনি ৩ নম্বর বুড়িঘাট ইউপির সচিব ছিলেন।
জানা গেছে, বজ্রপাতের সময় নিজ বাসায় ল্যাপটপে কাজ করছিলেন তিনি। পরে বজ্রপাতে ল্যাপটপ বিদ্যুতায়িত হয়ে তিনি আহত হন। পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টায় তার মৃত্যু হয়।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।