রাঙামাটিতে বজ্রপাতে এবার স্কুল ছাত্রীর মৃত্যু

NewsDetails_01

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে এবার রুপসী চাকমা নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে সারোয়াতলী ইউনিয়নের উত্তর হিরারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপসী চাকমা (১৩) উপজেলার দুরছড়ি গ্রামের পুলিন বিহারীর মেয়ে। সে খেদারমারা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

NewsDetails_03

এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকালে বৃষ্টিপাত শুরু হলে রুপসী চাকমা বাড়ির পাশে নারিকেল গাছের নীচে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগের দিন গত সোমবার একই এলাকায় বজ্রপাতে অর্ক চাকমা নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, একই এলাকায় ২৪ ঘন্টার ব্যবধানে বজ্রপাতে দুজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুন