রাঙামা‌টিতে বজ্রপাতে নারীসহ ৩ জ‌নের মৃত্যু

NewsDetails_01

রাঙামা‌টি‌তে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্প‌তিবার সকা‌লে রাঙামা‌টি সদর ও বাঘাইছ‌ড়ি উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তারা মারা গেছেন।

মৃত ব্যাক্তিরা হলেন, সদর উপজেলার সি‌লে‌টি পাড়ার মো. নজির (৫০), বাঘাইছ‌ড়ি উপ‌জেলার সাজেক ইউনিয়নের লংথিয়ান পাড়া এলাকায় তনিবালা ত্রিপুরা (৩৭) ও রুপকারী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় বাহারজান (৫৫)।

NewsDetails_03

স্থানীয় সু‌ত্রে জানা গে‌ছে, বৃহস্প‌তিবার সকাল ৯টার দি‌কে জেলা সদ‌রের সি‌লে‌টি পাড়ার বা‌সিন্দা মো. নজির বাসা সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে হলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্য‌দি‌কে বাঘাইছ‌ড়ি উপ‌জেলার রুপকারী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় বাহারজান (৫৫) ঝড় বৃ‌ষ্টি শুরু হ‌লে গরু আন‌তে গি‌য়ে বজ্রপা‌তে নিহত হন। একই সময় বজ্রপা‌তে সাজেক ইউনিয়নের লংথিয়ান পাড়া এলাকায় তনিবালা ত্রিপুরা (৩৭) না‌মে আ‌রো একজন নারী নিহত হন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন