রাঙামা‌টিতে বজ্রপাতে বসতঘর পুড়ে ছাই

রাঙামা‌টি পৌরসভার ভেদ‌ভেদী এলাকায় বজ্রপাতের আগুনে বসত ঘর ও আসবাবপত্র ভস্মিভূত হয়েছে। এতে ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়।

আজ শ‌নিবার (১৭ জুন) বেলা ১২টার দিকে অগ্নিকা‌ন্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভেদ‌ভেদী এলাকার মাবুদ ক‌লোনীর মো. সালা‌মের ভাগা‌টিয়ার টিনের ঘরের চালে বজ্রপাত হয়। বজ্রপাতে প্রথ‌মে বৈদ্যু‌তিক মিটা‌রে, প‌রে সম্পুর্ণ ঘরে আগুন ধরে যায়। এসময় বা‌ড়ি‌টি তালবদ্ধ ছিল।

NewsDetails_03

আগু‌নে মো. সালা‌মের ভাড়া‌টিয়ার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাঙামা‌টি জেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ও স্থানীয় মানুষের সহায়তায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দিদারুল আলম জানান, বজ্রপাত থেকে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা‌ন্ডে কেউ আহত হয়নি বলে তিনি জানান।

আরও পড়ুন