রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে মেসি মারমা নিহত

NewsDetails_01

রাঙামাটির কাউখালীতে বন্য হাতির আক্রমণে মেসি মারমা (৪৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মাটিছড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে একটি বন্য হাতি মাটিছড়ায় হানা দেয়। আশপাশের জুমখেতে ব্যাপক তাণ্ডব চালায় হাতিটি। পরে স্থানীয় পাই অং মারমার বাড়িতেও হামলা চালায় ওই বন‌্য হাতি। হাতির তাণ্ডব থেকে বাঁচতে তিন সন্তানকে নিয়ে পাই অং মারমার স্ত্রী মেসি মারমা জঙ্গলে পালান। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

NewsDetails_03

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় গ্রামাবাসী ও পুলিশ। তবে হাতির অবস্থানের কারণে রাতে তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার ভোরে হাতি চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

রাঙামাটি কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনিসহ কাউখালী বন কর্মকর্তা দ্বীপলেশর নাথ ও থানার কর্মকর্তা মো. শহিদ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের লাশ তার পরিবারকে হস্তান্তর করা হয়। দাহ সম্পন্ন করার জন্য স্থানীয় বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ৫ হাজার টাকা দেয়া হয়।

আরও পড়ুন