রাঙামাটিতে বাস-অটোরিক্সা সংঘর্ষে আহত ৩

রাঙামাটি জেলার নানিয়ারচরে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াদম পাড়ায় খাগড়াছড়িগামী বাসের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা চালকসহ তিনজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন, অটোরিক্সা যাত্রী মঞ্জুর রহমান (৩৫) ও চালক মো. হাসানুর রহমান (২৮)। এর মধ্যে হাসানুর রহমান মহালছড়ির কামাল পাশার ছেলে। তবে আহত আরেকজন ৫ বছর বয়সী শিশু বলে জানা গেছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে ঘিলাছড়ি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে,এ ঘটনায় বাস জব্দ করা হয়েছে।

আরও পড়ুন