রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

NewsDetails_01

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থার দাবিতে রাঙামাটি জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন।

আজ সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টায় জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপির জেলা কার্যালয়ের সামনে।

NewsDetails_03

সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় গ্রহনের জোর দাবি জানিয়ে বলেন, দেশে নিত্যপণ্যের বাজার লাগামহীন ও তেলের দাম বৃদ্ধি পেয়েছে। দেশের সাধারণ মানুষ এ অবস্থায় ভালো নেই। সর্বত্রই অস্থিরতা, এর অবসান হওয়া দরকার।

বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি মোঃ শাহআলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানসহ যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন