রাঙামা‌টিতে বিএন‌পির ভোট বর্জ‌নের লিফলেট বিতরন

NewsDetails_01

এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া রাঙামা‌টি জেলা বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে।

আজ শ‌নিবার দুপু‌রে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহ‌রের বিএন‌পি কে‌ন্দ্রিয় কার্যালয় হ‌তে বনরুপা বাজার পর্যন্ত এ লিফলেট বিতরণ করেন। এ সময় তারা নির্বাচনি দায়িত্ব পালন থেকে স‌রে দাঁড়া‌নোর জন্য কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান।

NewsDetails_03

পাশাপাশি সাধারণ মানুষকে কর, খাজনা এবং বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধ করে দিতে বলেন।
ত‌বে, বনরুপা‌তে পু‌লি‌শি বাধায় লিপ‌লেট বিতরণ কর‌তে না পে‌রে তারা দলীয় কার্যাল‌য়ে ফি‌রে যান।

লিপ‌লেট বিতর‌নে সা‌বেক পার্বত্য উপমন্ত্রী ম‌নি স্বপন দেওয়ান, বিএন‌পির কে‌ন্দ্রিয় ক‌মি‌টির উপজাতীয় বিষয়ক সম্পাদক এ্যাড.দী‌পেন দেওয়ান, জেলা বিএন‌পির সহ সভাপ‌তি সাইফুল ইসলাম ভু‌ট্টো, সাইফুল ইসলাম প‌নির, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর র‌শিদ মামুন, সাংগঠ‌নিক সম্পাদক সাইফুল ইসলাম শা‌কিলসহ জেলা ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন