রাঙামাটিতে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন
রাঙামাটি জেলা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
এই আয়োজনে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
এসময় সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, নগর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মুজিব বক্তব্য রাখেন।
এসময় জেলা বিবনেপির সহ-সভাপতি আব্দুল মন্নান, যুগ্ম সম্পাদক আলী বাবরসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান বলেন, “ব্যক্তি হোক বা সংগঠন, আদর্শ ও নীতি-নৈতিকতার ভিত্তিতে দলকে গড়ে তুলতে হবে। মেধার পরিচয় দিতে হবে এবং মোজ-মাস্তানি পরিহার করতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ যেন বিএনপির সদস্য না হয় এবং দলীয় গঠনতন্ত্রের প্রতি সবাইকে আন্তরিক থাকতে হবে।
এসময় নেতারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।