রাঙামাটিতে বিজ্ঞান মেলা ও গণিত অলিম্পিয়াড উদ্বোধন
রাঙামাটি সদরের রাঙ্গাপানি এলাকায় অবস্থিত মোনঘর আবাসিক বিদ্যালয়ের আয়োজনে আজ বুধবার (২ মার্চ) বিজ্ঞান মেলা ও গণিত অলিম্পিয়াড উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এবারের বিজ্ঞানমেলা ও গণিত অলিম্পিয়াড ২০২২ এর প্রতিপাদ্য বিষয় ছিল “আর নয় গণিত ও বিজ্ঞান ভয়, করবো আমার স্বপ্নকে জয়”।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, সৃজনশীল শিক্ষা পদ্বতির মাধ্যমে পড়াশুনা করার পাশাপাশি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মনযোগ দিয়ে পড়াশুনা করতে হবে। গণিত ও বিজ্ঞান শিখতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকতে বিজ্ঞান ও গণিত শিক্ষার বিকল্প নেই। তিনি মোনঘর আবাসিক বিদ্যালয়ের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞার্নাজনে বিশেষ ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে মোনঘরের প্রতিষ্ঠাতা সদস্য পূজনীয় ভান্তে শ্রদ্ধালংকার মহাথের, মোনঘর আবাসিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শিশির চাকমা, মোনঘরের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমাসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।