র‌াঙামা‌টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

NewsDetails_01

রাঙামা‌টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডা‌লিয়া দেওয়ান (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ জুন ) দুপু‌রে রাঙামা‌টি পৌরসভার তবলছ‌ড়ি এলাকার অ‌ফিসার্স ক‌লোনী‌তে এই ঘটনা ঘটে।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা যায়, দুপু‌রে বজ্রপাত চলাকালীন নিজ বাসায় ফ্রিজ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। প‌রে স্থানীয়‌দের সহায়তায় রাঙামা‌টি জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষনা ক‌রেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক নারী‌কে মৃত অবস্থায় দুপু‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসা হয়।

আরও পড়ুন