রাঙামাটিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ গোল কাঠ উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ। আজ মঙ্গলবার সকালে শহরের কাঠালতলী এলাকা থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি শহরের কাঠালতলী এলাকায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রেঞ্জ কর্মকতা মো. মোশারফ হোসেনের নেতৃত্বে অভিযান চালায়। পাহাড় থেকে বেশ কিছু গোলকাঠ বোঝায় টলার কাপ্তাই হ্রদ দিয়ে কাঠালতলী এলাকার ঘাটে ভিড়ে। এসময় অভিযান চালায় বনবিভাগের কর্মকর্তারা। খবর পেয়ে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। তাই তাদের আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার করা হয় প্রায় ১৯১ ঘনফুট গোল কাঠ।
এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রেঞ্জ কর্মকতা মো. মোশারফ হোসেন বলেন, জব্দকৃত কাটের মধ্যে বেশির ভাগ কাঠ সেগুন ও গামারি ছিল। যা খুব মূল্যবান কাঠ। এসব কাটের বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা হবে। এ বিষয়ে বনআইন- ধারা ৪১/৪২ একটি মামলা করা হয়েছে। কাঠগুলো বন বিভাগে রয়েছে।