রাঙামাটিতে বিভিন্ন সংগঠনের উদ্যেগে ত্রান বিতরণ

purabi burmese market

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যেগে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রিতদের মাঝে খিচুরী বিতরণ
রাঙামাটিতে বিভিন্ন সংগঠনের উদ্যেগে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটির পিটিআই, বাংলাদেশ বেতার,মনোঘর উচ্চ বিদ্যালয় ভাবনা কেন্দ্র,যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের আশ্রয় কেন্দ্র গুলোতে ডায়মন্ড সিমেন্ট এর পক্ষ থেকে ছাতা ও টি-শার্ট,ইউনিসেফ এর সহায়তায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) পক্ষ থেকে হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যেগে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রিতদের মাঝে খিচুরী বিতরণ করা হয়।
অপরদিকে,রাঙামাটি জেলা প্রশাসন এর উদ্যেগে রাঙামাটির ২২ টি আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত আছে জানিয়েছেন জেলা প্রশাসক। ত্রানসমাগ্রী বিতরণকালে ডায়মন্ড সিমেন্টের রাঙামাটি এরিয়া কর্মকর্তা রনি কুমার নাথ, প্রকৌশলী অমর ধন চাকমা, রড সিমেন্টে ব্যবসায়ী আলমগীর হোসেন ও মুজিবুর রহমান মধূ,শাহরিয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।