রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় বীর মুক্তিযোদ্ধা সহ নিরীহ ৪ পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঘাগড়া এলাকার জনগন। আজ শুক্রবার সকালে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধার বাড়ী ঘর ভাংচুরকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও যথাযথ ক্ষতিপুরণ দাবী করেন। তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপুরণ প্রদান করা না হলে অবরোধসহ বৃহত্তর কর্মসূচী প্রদানের হুশিয়ারী প্রদান করেন বক্তারা।
রাঙামাটি চট্টগ্রাম সড়কের ঘাগড়া প্রধান সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মোঃ জাফর আলী, ছাত্রলীগ নেতা সাজীব দাশ, ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধার সন্তান রুবেল, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। মানববন্ধনে ঘাগড়া বাজার, কলাবাগান সহ বিভিন্ন এলাকার কয়েকশত লোক অংশগ্রহণ করেন।