রাঙামাটিতে মহা সপ্তমী পূজার আরতি পালন

NewsDetails_01

রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ। ছবি-বিজয় ধর
রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ। ছবি-বিজয় ধর
রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী পূজা উপলক্ষে জেলার প্রত্যেকটি পূজা মন্ডপে স্বারম্বরে আরতি শুরু হয়েছে। আধিষ্ঠিত দেবী দুর্গার চরণতলে আয়না। আয়না দেবীর প্রতিবিম্ব এনে বিশেষ প্রক্রিয়ায় দেবীকে করানো হলো স্নান। স্নান শেষে দেবীকে নয়টি রূপে কল্পনা করা ও স্থাপন করা হয় নবপত্রিকা।
উৎসবের এমন রূপে শনিবার সকালে রাঙামাটির ৪০টি মন্ডপে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। নানা আচার-অনুষ্ঠান সেরে সকালে শুরু হয় সপ্তমী পূজা। মায়ের আর্শীবাদ নিতে মন্ডপে মন্ডপে ভীড় জমায় ভক্তারা । এ সময় মায়ের উদ্দেশ্য ভক্তরা ধূপ কাটি আর মোমবাতি জ্বালিয়ে সুখ শান্তি কামনা করেন।
পূজা মন্ডপে আসা রুপা দাশ জানান, আমি মায়ের আর্শিবাদ পাওয়ার জন্য প্রসাদ নিতে এসেছি, এখানে আসতে পেরে আমার খুব ভাল লাগছে।
কাঠালতলী শ্রী শ্রী দূর্গা মাতৃ মন্দির এর ব্রাক্ষণ শংকর চক্রবর্তী জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদায় পূজা উৎযাপিত হচ্ছে। সকালে মহাসপ্তমী পূজার মধ্যে দিয়ে দেবী মায়ের আরাধনা শুরু করা হয়েছে। সকল ভক্ত অনুকূল মায়ের আর্শিবাদ পেতে সারাদিন মন্দিরে এসে প্রসাদ বিতরণ ও গ্রহণ করছে।
শিশু চৈতি চক্রবর্তী জানান, আমি বাবার সাথে অনেক মন্দিরে গিয়েছি,মায়ের আর্শিবাদ নিয়েছি, আর বাসায় যাওয়ার সময় খেলনা কিনবো। আমার খুব আনন্দ লাগছে।

আরও পড়ুন