রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার ভেতর কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই যুবক মারা গেছেন। গত বুধবার উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ও রূপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মাচালং মন্দিরপাড়া এলাকার কালাধন চাকমার ছেলে সুকর চাকমা (৩২) এবং রূপকারী এলাকার গোলাছড়ি গ্রামের শ্রিবক্স চাকমার ছেলে চিরজ্যোতি চাকমা (৪২)।
স্থানীয়রা জানান, তারা দুজনেই বুধবার মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারা দিন অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৬টায় রূপকারী ইউনিয়নের বিজয়ঘাট এলাকায় সুকর চাকমা ও গোলাছড়ি এলাকায় চিরজ্যোতি চাকমার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।