রাঙামাটিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে কোতয়ালী থানা পুলিশ। পৃথক অভিযানে ১১ মামলার আসামিসহ ২ জনকে আটক করা হয়।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুবেল এবং সিআর পরোয়ানাভুক্ত নুরুল হোসেন নুরুকে ভেদভেদী থেকে আটক করা হয়।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন জানান, আটক রুবেলের কাছ থেকে ১১ পিচ ইয়াবা জব্দ করা করা হয়। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।