রাঙামাটিতে মামলা ও ঋণখেলাপিতে মনোনয়ন বাতিল ২ চেয়ারম্যান প্রার্থীর

NewsDetails_01

মামলা ও ঋণ খেলাপীর দায়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদের দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নানিয়ারচর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

বাতিলকৃত প্রার্থীরা হলেন, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ মনোনীত নানিয়ারচর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জ্যোতিলাল চাকমা, বুড়িঘাট ইউনিয়নে একই দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী প্রমোদ খীসা।

NewsDetails_03

উপজেলা রিটার্নিং কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা জানিয়েছেন, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান প্রার্থী জ্যোতিলাল চাকমার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণখেলাপির অভিযোগ রয়েছে। অপরজন বুড়িঘাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী প্রমোদ খীসার বিরুদ্ধে মামলা থাকার কারণে মনোনয়ন পত্র বাতিল করা হয়। তবে, উভয় প্রার্থী আগামী তিনদিনের মধ্যে আপিলের সুযোগ পাবেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, যাছাই-বাছাইয়ে ৪ ইউনিয়নে ১২ জন চেয়ারম্যান, ৩২ জন মহিলা সদস্য ও ২০৭ জন সাধারন সদস্যের প্রার্থীতা বহাল রয়েছে। আগামী ২৬ ডিসেম্বর চথুর্ত ধাপে নানিয়াচরের চার ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন