রাঙামাটিতে মাসব্যাপী ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সম্পন্ন
তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় গড়ার লক্ষ্যকে সামনে রেখে রাঙামাটিতে মাসব্যাপী বয়সভিত্তিক ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণ ক্যাম্প।
আজ বৃহস্পতিবার বিকেলে স্টেডিয়ামের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন উর রশিদ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার কিংশুক চাকমা, সাবেক অ্যাথলেট অরুণ চাকমা, ক্রীড়া সংগঠক মোঃ হান্নান, ফুটবল কোচ লিনা চাকমা এবং মোঃ হানিফ।
প্রশিক্ষণ কার্যক্রমে ফুটবল ও অ্যাথলেটিক্স বিভাগে দেড় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় ফুটবলার ও কোচ লিনা চাকমা এবং জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ মোঃ হানিফ।
স্থানীয় পর্যায়ে তরুণদের মাঝে ক্রীড়ামূলক আগ্রহ সৃষ্টি ও ভবিষ্যতের ক্রীড়া প্রতিভা গড়ে তোলায় এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আয়োজকরা।