রাঙামাটির চন্দ্রঘোনার রাইখালীতে মা-মেয়েকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম ম্রা সাং খই মারমা (৬০), মে সাং নু মারমা ( ২৯)। সোমবার রাতে সন্ত্রাসীরা তাদের গুলি করে হত্যা করে। রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিরাপত্তাবাহিনী এবং চন্দ্রঘোনা থানা পুলিশের একটি দল নিহতদের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা জানান, মে সাংনুর স্বামী ও বাবা লিবারেশন পার্টি এমএলটির সক্রিয় সদস্য ছিলেন। সম্প্রতি তারা সেই দল ত্যাগ করে পাহাড়ের একটি আঞ্চলিক রাজনৈতিক দলে যোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এমএলটির সশস্ত্র সন্ত্রাসীরা মা-মেয়েকে হত্যা করেছে।