রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার মো. তৈয়ব জানান, ঝড়ে হাজেরা বেগমের ঘরের উপর গাছ ভেঙে পড়ে। এসময় ঘরের ভেতরে থাকা হাজেরা বেগম গাছ চাপায় নিহত হন এবং তার ছেলে জুনায়েদ (৫) আহত হয়। অন্যদিকে ঘরের উপর গাছ ভেঙে পড়ায় রাঙামাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাহিমা নিহত হয়।