রাঙামাটিতে যুবকের আত্মহত্যা

purabi burmese market

রাঙামাটি জেলা শহরের তবলছড়ি এলাকায় মুহিন চৌধুরী (৩৬) নামের এক সরকারি কর্মচারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। শনিবার (১০ জুন) সকালের দিকে মুহিন নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মুহিন ব্যক্তি জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক। তিনি রাঙামাটি জেলা পরিষদের অধীন বাজার ফান্ড প্রশাসনের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার পরিবার দাবি করে মুহিন মানসিক রোগী এবং মুহিনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।