রাঙামাটিতে মোঃ শাহ জালাল (২৬) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকার মোহাম্মদ হানিফের ছেলে। শাহ জালাল বিবাহিত ও তার একটি তিন মাসের পুত্র সন্তান রয়েছে। আজ রবিবার (২৮ আগস্ট) সকালে বুড়িঘাট এলাকার নিজবাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় ইউপি মেম্বারের নিকট ছেলে মোঃ শাহ জালালের বিরুদ্ধে নিজেকে মারধরের অভিযোগ আনেন পিতা মোহাম্মদ হানিফ। শনিবার গ্রাম্য সালিশে পিতার পা ধরে মাফ চাইতে বললে শাহ জালাল তা মেনে নিতে পারেনি এবং পিতাকে মারধরের কথা অস্বীকার করে। পরে সেখান থেকে বাড়িতে এসে বিষপান করেন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,পরে রাঙামাটি মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে দুপুর ২টার দিকে মৃত্যুবরণ করেন।
নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান, স্থানীয় সুত্রে বিষপানে শাহ জালালের মৃত্যুর খবর পেয়েছি। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।