হাজারো মুসল্লির অংশগ্রহণে রাঙামাটির বিভিন্ন মসজিদে রমজানের শেষ জুমার নামাজ শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান নিউ কোর্ট বিল্ডিং জামে মসজিদে জুমাতুল বিদার নামায আদায় করেন।
এদিকে রাঙামাটির ঐতিহ্যবাহী প্রাচীনতম মসজিদ রিজার্ভ বাজারের নিউ রাঙামাটি জামে মসজিদে জুমার নামাজে শরীক হতে অনেক আগে থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন। মসজিদে জায়গা না পেয়ে অনেকে বাইরেও নামাজ আদায় করেন।
খুতবা শেষে দুপুর ১টা ২০ মিনিটে শুরু হয়ে জুমার নামাজ শেষ হয় ১টা ৩০ মিনিটে। এতে ইমামতি করেন মসজিদের খতিব প্রখ্যাত আলেম হাফেজ মাওলানা আবু নওশাদ নঈমী। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। নিউ রাঙামাটি জামে মসজিদের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরসহ অসংখ্য মুসল্লী এদিন নামায আদায় করেন।
এদিকে জুমাকে কেন্দ্র করে রাঙামাটি শহরের মসজিদগুলোর সামনে ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া রাঙ্গামাটির বিভিন্ন মসজিদেও ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।