রাঙামাটিতে শিক্ষার্থীদের নিয়ে ডিএনসি’র মাদক বিরোধী সভা
শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে রাঙামাটি কারাগারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৬ জানুয়ারী) বেলা ১০ টায় রাঙামাটি সরকারী কলেজের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের উপধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা।

এসময় বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ না গড়তে পারলে কোন জাতি উন্নত হয় না। তাই শিক্ষার্থীদেরকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মাদক বিরোধী সচেতনতামূলক এ আলোচনা সভায় রাঙামাটি সরকারী কলেজের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে তাদেরকে শপথ বাক্য পড়ানো হয়।