রাঙামাটিতে শেখ হাসিনার জন্মদিন পালন

রাঙামাটিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, দপ্তর সম্পাদক রফিক আহম্মেদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজ উদ্দীন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এর আগে ছাত্রলীগের আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়।

কর্মসূচিতে নেতারা দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলার আহ্বান জানান।

আরও পড়ুন