রাঙামাটিতে শোক দিবস পালিত

NewsDetails_01

মুর‌্যাল ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মোনাজাত, শোক র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে রাঙামাটিতে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

NewsDetails_03

এছাড়া শহরের সিও অফিস এলাকায় বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাঙামাটি প্রেস ক্লাব এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংগঠনের প্রধানগণ।

দিবসটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন এবং জেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিদের মাঝে সনদ বিতরণ, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও বৃক্ষরোপন করা হয়।

এদিকে, বিকেলে রাঙামাটি প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন